আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংগুরদী এলাকায় শুক্রবার গভীর রাতে এক সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকায় জানানো হয়েছে, ডাকাতরা বাড়ির জানালা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ১০–১২ জনের একটি দল কাজী আবু হানিফ মাস্টার ভূঁইয়ার বাড়িতে ঢুকে এই তাণ্ডব চালায়। তাদের হাতে ছিল দেশীয় ধারালো অস্ত্র। ডাকাতরা বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার (মূল্য আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকা) এবং চারটি মোবাইল ফোন (দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন) লুট করে।
ডাকাতরা প্রায় ২০–২৫ মিনিট ধরে বাড়ির ভেতরে তাণ্ডব চালায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা চিৎকার করলেও আশপাশের কেউ বাইরে বের হননি। পরে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে খবর দেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যেই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।