ফতুল্লা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন শাখার ৯ নং ওয়ার্ডের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়। কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন রানা স্বাক্ষরিত লিখিত প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে মো. ইমরান হোসেন বাবুকে সভাপতি এবং মো. আলমগীর ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুবদলের তৃণমূল কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করতেই এ কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ঘোষিত কমিটিতে শীর্ষ নেতৃত্বে রয়েছে, সিনিয়র সহ-সভাপতি: সুমন বেপারী, সাধারণ সম্পাদক: আলমগীর ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনার, হোসেন (মিনা), সংগঠনিক সম্পাদক পাপ্পু গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক: আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহমান, জাফর আহমেদ, কাওসার আহামেদ, আজিজুল হক মোড়ল, নজরুল ইসলাম ইমরান এবং হাফিজুল ইসলাম তুহিন।সহ-সাধারণ সম্পাদক পদেআলামিন, জামিন আহম্মেদ ও হাবিবুর রহমান (হাবুল) ,প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক: নাজমুল ইসলাম অভি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন কমিটি আগামী দিনে যুবদলের সকল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলের আদর্শ ছড়িয়ে দিতে সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।