ট্রিবিউন ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মদিনার ইসলামের চর্চা করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং সাহাবারা যে ইসলাম চর্চা করেছেন আমরা সেই ইসলামের চর্চা করি এখানে মওদুদ ইসলাম অনুসারী কেউ নেই।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। যারা রাজনীতিতে ইসলামকে ব্যবহার করে বিভ্রান্তির সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে।
শনিবার (১ নভেম্বর) শহরের কেন্দ্রীয় ঈদগাহে কাসেমী পরিষদের আয়োজনে “আজমতে সাহাবা” শিরোনামে এক মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের প্রথমে হলো ইসলাম তারপরে দুনিয়ার সবকিছু তাই আমাদেরকে রাজনীতির আগে ইসলামকে চিন্তা করতে হবে।
আওয়ামী লীগের রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি ইসলাম বিদ্বেষী রাজনীতি আলেম বিদ্বেষী রাজনীতি এবং মুসলিমবিদ্বেষী রাজনীতি তাই বাংলাদেশের মানুষ তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের এই অপরাধনীতি থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে মানুষের জন্য রাজনীতি করতে হবে ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে।
মুফতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, পাকিস্তানের আলেম মাও. সাঈদ আল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আবু জাফর আহমেদ বাবুল, মশিউর রহমান রনি, মাও. ফেরদাউসুর রহমান, মাও. মীর আহমাদুল্লাহ ফুয়াদ, মুফতি হারুন, মুফতি আহসানুল্লাহ আব্বাসী, মুফতি মন্জুরুল ইসলাম আফিন্দী, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ,