বন্দরে মিনহাজ মিঠুকে ফাঁসাতে মিথ্যা ভিডিও ভাইরালের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও ছড়িয়ে দিয়ে মিনহাজ মিঠুকে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী মিনহাজ মিঠু বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীচক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি ভুয়া ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যেখানে তাকে দাদাভাই ও মাফিয়াচক্রের সদস্য বলে মিথ্যা প্রচার চালানো হয়।

তিনি আরও দাবি করেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। মিনহাজ মিঠু এসব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় প্রতিশোধ নিতে গিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এধরনের অপপ্রচার চালাচ্ছে।

ভিডিওটি ফেসবুকে “দেশ বাংলা নিউজ” নামে একটি পেজ থেকে ছড়ানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ আছে।

মিনহাজ মিঠু বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুবদলের নেতাদের সাথেও আলোচনা করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *