ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
জামিনে মুক্ত হয়েছেন ফতুল্লার বিএনপির নেতা শরিফ হোসেন। আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলাখানা থেকে মুক্তি পান তিনি। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
জামিনে মুক্ত হয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা শাখার আহ্বায়ক শরিফ হোসেন বলেন, কিছু মামলাবাজ লোক আমার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। পরবর্তীতে আদালত যাচাই-বাছাই করে দেখলো যে আমি একজন মজলুম মানুষ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। যার কারনে আদালত আমাকে জামিন দিয়েছেন।
আমাকে আওয়ামী লীগ বানিয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি আওয়ামী লীগের কোন ধরনের কমিটিতে ছিলাম না এবং আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে কারো উপর জুলুম-নির্যাতন করিনি। আমি ১/১১ এর সময় বিএনপি করার কারনে সেনা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছিলাম। আমি সবসময়ই বিএনপির একজন কর্মি ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও বিএনপি করে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন মৃত্যু পর্যন্ত মানুষের পশে থাকতে পারি এবং মানুষের সেবা করতে পারি।