ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র্যালীটি বের করেন মহিলা দলের নেতাকর্মীরা।
এসময় র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বিএনপি দল সংগঠন হওয়ার ৭ দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। মহিলা দলে যারা কাজ করতেছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। দেশের জনগনের অর্ধেক হলো নারী ভোটার তাই উন্নয়নমূলক কাজে তাদের অবদানটা বেশি বিবেচনা করে এদের ঘরে বসে না থেকে রাজনৈতিক মহিলা সংগঠনে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। সেই থেকে জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছেন এবং তাদের সুনাম অক্ষুন্ন রয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। যে সমস্ত নেতাকর্মী মাঠে কাজ করতেছেন অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদেরকে স্বাগত জানান এবং বাকি যারা আছেন তাদের মাঠে কাজ করার আহ্বান জানান।