সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির মরদেহ সংরক্ষণে লাশঘর উদ্বোধন

সোনারগাঁ প্রতিনিধিঃ

সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নতুন একটি লাশ ঘর নির্মাণ করা হয়েছে।

বুধবার (১০সেপ্টেম্বর) কাঁচপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহালমের তত্ত্বাবধানে লাশ ঘরটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনিম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

কাঁচপুর হাইওয়ে থানার আওতায় এ লাশ ঘরটি চালু হওয়ায় সড়ক দুর্ঘটনার পর মরদেহ ব্যবস্থাপনায় দ্রুত ও সুষ্ঠু পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

তিনি বলেন,লাশ ঘর চালুর ফলে সোনারগাঁ ও আশপাশের এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ব্যবস্থাপনায় ভোগান্তি আর পোহাতে হবে না জনগণের। এ সময় তিনি গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, রাস্তায় গাড়ি চালানো অবস্থায় সতর্ক থাকতে হবে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থেকে যাত্রীদের সাথে সদাচরণ করবেন।এছাড়া নারী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে তাহলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *