ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে টিকিয়ে রাখতে হলে প্রথমেই দলের ভেতরকার সিন্ডিকেট রাজনীতি বন্ধ করতে হবে। জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত যেসব সিন্ডিকেট দলীয় কর্মকাণ্ডকে প্রভাবিত করছে, তা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “দলের ভেতরে সঠিক নীতি ও সংস্কার ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। এজন্য জরুরি ভিত্তিতে বিএনপির নীতি পরিবর্তন করতে হবে এবং নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।”
এডভোকেট টিপু মনে করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সব নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের মর্যাদা ও ভূমিকা স্বীকৃতি দেওয়া না হলে দলীয় ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তিনি আরও বলেন, “যে কোন বিষয়ে দায়িত্বপ্রাপ্তরা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে ভুল তথ্য দেন, তাহলে তা দলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দলকে এগিয়ে নিতে হলে সঠিক তথ্য ও বাস্তব চিত্র তুলে ধরতেই হবে।”
তিনি সতর্ক করে বলেন, সিন্ডিকেট রাজনীতির কারণে দলের অভ্যন্তরে বিভাজন বাড়ছে এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তাই এখনই দলকে ঐক্যবদ্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এডভোকেট টিপুর এ ধরনের বক্তব্য মূলত দলের ভেতরে দীর্ঘদিন ধরে চলা বিভাজন, সিন্ডিকেট ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভুল তথ্য সরবরাহের প্রবণতার বিরুদ্ধে এক প্রকার প্রতিবাদ। বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ায় এ ধরনের বিষয়গুলো গুরুত্ব না পেলে দল আরও সংকটে পড়তে পারে।