রূপগঞ্জে কওমি মাদরাসার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে হাজী মনির উদ্দিন বেপারী কওমি মাদরাসার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসী এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও হাজী মনির উদ্দিন বেপারী, মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘এলাকাবাসীর সহযোগিতায় মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। এতিম গরিব ও অসহায় পরিবারের সন্তানরা যাতে এ মাদরাসা থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হতে পারে সে ব্যাপারে ব্যবস্থা অব্যাহত থাকবে আমার এবং আমার পরিবারের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কামাল খান, মাওলানা মুজিবুল্লাহ, আব্দুল হাই, আব্দুল হালিম,তানভীর হাসান মিলন, কামরুল ইসলাম, হাজী নুরুদ্দিন, তোফাজ্জল হোসেন, নবী হোসেন, ড. শহীদুল্লাহ উজানবি, মুফতি মাওলানা আল আমিন, মুখলেসুর রহমান ভুইয়া, মকবুল হোসেন ভূঁইয়া ও জজ মিয়া প্রমুখ।

পুরস্কার বিতরণ শেষে মরহুম হাজী মনির উদ্দিন বেপারীর রুহের মাগফেরাত কামনায় ও মাদরাসা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ সবার জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *