লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :

লোকসংগীতের মহারাণী খ্যাত শিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চলছিল এবং গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

ফরিদা পারভীন লালনের গান পরিবেশনে বিশেষ খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি নজরুলসংগীত ও আধুনিক গানেও ছিলেন সমান পারদর্শী। তাঁর কণ্ঠে পরিবেশিত অসংখ্য গান শ্রোতাদের মনে অমর হয়ে আছে। ২০০০ সালে তিনি একুশে পদক এবং ২০১১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

বাংলা লোকসংগীতের বিকাশ ও লালনগীতি দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গন শোকে মুহ্যমান হয়ে পড়েছে। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা জানিয়েছেন, “ফরিদা পারভীনের মতো শিল্পী যুগে যুগে জন্মায় না। তাঁর কণ্ঠ ও গান এদেশের সংস্কৃতির ভাণ্ডারে অমূল্য সম্পদ হয়ে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *