ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জ-৫ আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আহাম্মেদ আবু জাফর বাবুলের সাম্প্রতিক বক্তব্য ঘিরে। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ দল করি। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে শুরু থেকে আজ পর্যন্ত বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করে এসেছি। বাকি জীবনও শুধু মাত্র একজন কর্মী হিসেবে কাজ করে যাবো।
তিনি স্পষ্ট ভাষায় জানান, ব্যক্তিগত উচ্চাভিলাষ থেকে নয় বরং দল ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি রাজনীতি করছেন।
বাবুল বলেন, দল যদি আমাকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন দে য়, আমি নারায়ণগঞ্জবাসীর দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবো। যাতে করে নারায়ণগঞ্জবাসী শহীদ জিয়ার আদর্শের গড়া দল বিএনপিকে জয়যুক্ত করতে পারে।
তবে তিনি আরও বলেন, আমি কোনো জনপ্রতিনিধি হতে চাই না। আমি শুধু মাত্র নারায়ণগঞ্জবাসীর একজন সেবক হতে চাই। দল আমাকে মনোনয়ন দিক বা না-দিক, আমি সর্বদা একজন বিএনপির কর্মী হিসেবে নারায়ণগঞ্জবাসীর সেবা করে যাবো।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাবুলের এ বক্তব্য নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ভেতরে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষত বাবুলের সেবকের রাজনীতির বার্তা ভোটারদের কাছে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আহাম্মেদ আবু জাফর বাবুল শুধু রাজনীতিবিদ নন, একজন সফল শিল্পোদ্যোক্তাও। প্রাইম গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছেন। ব্যবসায়ী পরিচয়ের কারণে তার কাছে চাকরির সুযোগ বা অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করে সাধারণ মানুষ।
তার রাজনৈতিক যাত্রা শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে। দীর্ঘদিন বিএনপির একজন কর্মী হিসেবে সক্রিয় থাকার পর এখন তিনি প্রকাশ্যে জানালেন তার রাজনৈতিক দর্শন। তিনি জনপ্রতিনিধি হতে চান না; বরং সেবক হতে চান।
এমন বক্তব্য রাজনীতিতে সচরাচর শোনা যায় না। সাধারণত নেতারা জনপ্রতিনিধি হয়ে ক্ষমতায় যেতে চান। কিন্তু বাবুলের বক্তব্য স্থানীয়দের মাঝে ভিন্নভাবে গ্রহণ করা হচ্ছে। অনেকের মতে, তিনি ভোটার-কেন্দ্রিক রাজনীতি”র চেয়ে “মানুষ-কেন্দ্রিক রাজনীতি”তে বিশ্বাসী এমনটাই তার বক্তব্যে উঠে এসেছে।