ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও তরুণ রাজনীতিবিদ মশিউর রহমান রনির বাবা,মোস্তফা কন্টাকটার বর্তমানে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ হওয়ার পর থেকে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রনির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় বাবা বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
এদিকে জেলা যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দোয়া প্রার্থনা জানাচ্ছেন। তারা বলেন, জনাব মোস্তফা কন্টাকটার একজন সৎ, নিরহঙ্কার ও সমাজসেবী মানুষ। অসুস্থতার খবর শুনে নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা-কর্মীরা ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকে ইতোমধ্যে রনির পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছেন। সবার একটাই প্রত্যাশা—তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
পারিবারিকভাবে জানানো হয়েছে, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জনাব মোস্তফা কন্টাকটারের সুস্থতার জন্য পরিবার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।