সোনারগাঁ থানা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

সোনারগাঁ প্রতিনিধি (সজীব হোসেন)

সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নূরে ইয়াছিন অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার ইসলামিক ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাঁর অসুস্থতার খবর শুনে দেখতে হাসপাতালে ছুটে যান সোনারগাঁয়ের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি নূরে ইয়াছিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎকদের কাছ থেকে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে মানবিকতা ও নেতাকর্মীদের প্রতি সাবেক প্রতিমন্ত্রীর আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
নেতাকর্মীরা তাঁর এ ধরনের পাশে থাকার মানবতাকে প্রশংসা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *