সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে আসামিদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে থাকা অস্ত্রের কোনো বৈধ কাগজপত্রও নেই বলে র‍্যাব নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *