বন্দরে ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেতা রবিন গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি:

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বন্দরে ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রবিন(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে তাকে বৈষম্য বিরোধী ১১(৯)২৪ইং মামলায় আদালতে প্রেরন করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা রবিন বন্দর ২৪নং ওয়ার্ড কাইতা খালী এলাকার কুদ্দুছ মিয়ার ছেলে।

এর আগে গত বুধবার  (১১৭ সেপ্টম্বর) রাতে বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার সন্দেহে বন্দর ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার আ’লীগ নেতা রবিনের সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *