
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আকাশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মোল্লার ছেলে।
জানা গেছে, সোমবার (১৪ এপ্রিল) গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একদল চোর ট্রান্সফরমার চুরি করতে আসে। ট্রান্সফরমারে ওঠার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশের। তার সঙ্গীরা দ্রুত পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ট্রান্সফরমারের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্লাস ও একটি রেঞ্চ উদ্ধার করেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে গেছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।