বন্দর প্রতিনিধি:
বন্দর থানা অফিসার ইনচার্জ লিয়াকত আলীর সাথে বন্দরের বীরমুক্তিযোদ্ধারা বন্দর উপজেলা কমান্ড’র এডহক কমিটির নবগঠিত তালিকা প্রদানসহ সৌজন্য স্বাক্ষাত করেছেন। সোমবার (৯সেপ্টেম্বর) সকাল ১১ টায় বন্দর থানায় গিয়ে নবগঠিত এডহক কমিটির তালিকা প্রদান ও সৌজন্য স্বাক্ষাত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কমান্ডের নবাগত ককমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা,যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন,সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মোবারক,সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী প্রমূখ।