কদম রসুল সেতুর পশ্চিমমুখ পরিকল্পনা নিয়ে হাইকোর্টে রিট

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট : 

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর উপর প্রস্তাবিত কদম রসুল সেতুর পশ্চিম পার্শ্বের মুখ অপরিকল্পিত ও জনদুর্ভোগ সৃষ্টিকারী দাবি করে হাইকোর্টে রিট দায়ের করেছে সামাজিক সংগঠন ‘জাগ্রত নারায়ণগঞ্জ’। গত ৪ সেপ্টেম্বর দায়েরকৃত এই রিটটির শুনানি গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোঃ আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়, কেন সেতুর পশ্চিম দিকের মুখ বর্তমান নকশা অনুযায়ী অপরিকল্পিত এবং শহরের জন্য মারাত্মক ক্ষতিকর হবে না এবং কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে না।

রিটকারীর পক্ষে আইনজীবী অ্যাড. নাহিদ ইসলাম চৌধুরী আদালতে বলেন, সেতুর পশ্চিম মুখটি শহরের অন্যতম ব্যস্ত ও জনঘনত্বপূর্ণ এলাকায় পড়েছে – যার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ কলেজ, হাইস্কুল, দিগুবাবু বাজার, কালির বাজার, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, বিভিন্ন মসজিদ-মন্দির ও বড় বড় মার্কেট। এই এলাকায় ইতিমধ্যেই ভয়াবহ যানজট ও রেলক্রসিং দুর্ঘটনা ঘটে থাকে। সেতুর মুখ এখানে হলে ভোগান্তি আরও বাড়বে।

তিনি বলেন, আমরা সেতুর বিরুদ্ধে নই, বরং চাই এর মুখ এমন স্থানে হোক যেখানে শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয়। রিটকারীদের পক্ষে আরও শুনানি করেন সিনিয়র আইনজীবী মোঃ আলমগীর মোস্তাফিজুর রহমান ও মুনজুরুল হক নাঈম।

হাইকোর্টের এই রুলের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচারাধীন হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *