বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৮

বন্দর প্রতিনিধি:

বন্দরে  ওয়ারেন্টেভূক্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার রুপালী আবাসিক এলাকাস্থ ত্রিবেনী ব্রীজ এলাকার মৃত কাইল্লা আক্তার মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিকুল ইসলাম (৪৫) একই থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাছির মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মহসিন ওরফে মুইচ্ছা (৩৫) বন্দর বাজার এলাকার মামুন মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ১৪(৯)২৫ নং মামলার এজাহারভূক্ত আসামী রনী (২২)।

এ ছাড়াও অপরধৃতরা হলো সুদূর ঝালকাঠি জেলার বানাইহাট খালেক হাওলাদারের ছেলে হাসিব (২৪) সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকার মোতালেব মিয়ার ছেলে মুন্না (২৭) বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে বিজয় হোসেন (২৫) নবীগঞ্জ এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে হৃদয় (২৫) ও সুদূর ময়মনসিংহ জেলার কুলচরিত্র থানার চর নিয়ামত এলাকার নিজাম উদ্দিন খানের ছেলে রফিকুল ইসলাম খান (৪০)। গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে শফিকুল ইসলাম ও মহসিনকে পৃথক ওয়ারেন্টে ও অপরধৃত রনিকে বন্দর থানার দায়েরকৃত  নিয়মিত মামলা ও বাকি ৫ জনের মধ্যে হাসিব, হৃদয় ও রফিকুল ইসলাম খানকে ৫৪ ধারায় এবং  মুন্না ও বিজয়কে পুলিশ আইনের ৩৪ ধারায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *