ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বৈধ ইটভাটা ব্যবসায়ীরা চাঁদাবাজির হাত থেকে রক্ষায় থানার সহযোগিতা চেয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর অফিসে গিয়ে তারা এ সহায়তা কামনা করেন।
ইটভাটা মালিক সুমন ব্যাপারী অভিযোগ করেন, “আমরা দীর্ঘদিন ধরে মুসাপুর ইউনিয়নে বৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছি। প্রতিটি ভাটা চালাতে ১৩টি বৈধ কাগজপত্র প্রয়োজন হয়, যা আমাদের সবারই রয়েছে। প্রতিবছর নিয়ম অনুযায়ী ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। কিন্তু চলতি বছর আমরা তিন মাস ধরে ইউনিয়ন পরিষদ অফিসে ঘুরছি, তবুও ট্রেড লাইসেন্স নবায়ন করা হচ্ছে না।”
তিনি আরও অভিযোগ করেন, মুসাপুর ইউনিয়ন কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করছে। দাবিকৃত অর্থ না দেওয়ায় বৈধ ব্যবসায়ীরাও জিম্মি অবস্থায় পড়েছেন। ফলে ইটভাটা ব্যবসা পরিচালনা নিয়ে তারা অনিশ্চয়তায় রয়েছেন।
ব্যবসায়ীরা জানান, ইউনিয়ন পরিষদের এই জটিলতা না কাটলে আসন্ন মৌসুমে ইটভাটা চালানো কঠিন হয়ে পড়বে। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
অভিযোগ শোনার পর ওসি লিয়াকত আলী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা সব সময় বৈধ ব্যবসায়ীদের পাশে আছি। কোনো প্রকার হয়রানি বা বেআইনি দাবির বিরুদ্ধে আইনি সহায়তা দেওয়া হবে।”