
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মুসলিম নগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার পিতা কামাল হোসেন (৫৫) এবং চাচা জামাল হোসেন (৪৮)। স্থানীয় সূত্রে জানা যায়, তালহা শেখ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তালহার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর একাধিকবার নির্যাতন চালানো হয়। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে তালহা ও তার পরিবার বিভিন্ন সময় এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে বলে দাবি করেন তারা।
ঘটনার দিন উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা আমরা যাচাই-বাছাই করছি। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মাঝে রাজনৈতিক পরিচয় ও দখলদারিত্ব ঘিরে উদ্বেগ বাড়ছে।