হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেল নারায়ণগঞ্জ ডিসির আর্থিক অনুদানের চেক

নারায়ণগঞ্জের সিটি হকার্স মার্কেটের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গত ১৮ জুলাই শহরের হকার্স মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠন দাবি জানিয়ে আসছিল, এর প্রেক্ষিতে প্রেক্ষিতে আজ ২৩ জুলাই বুধবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে ২৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৬ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক। এই অনুদান জেলা পরিষদের তহবিল থেকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু, এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. মাইনুদ্দিন আহমদ সহ ব্যবসায়ীদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

দুইজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের বক্তব্যে অগ্নিকাণ্ডে ঘটে যাওয়া অপূরণীয় ক্ষতির কথা তুলে ধরেন। তারা জেলা প্রশাসকের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোকান মালিকপক্ষের কাছ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ার হতাশাও জানান।

রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হকার্স মার্কেটের দোকান বরাদ্দ যেন প্রকৃত ব্যবসায়ীদের জন্য নিশ্চিত করা হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।

জেলা প্রশাসক তার বক্তব্য শুরু করেন সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি শোক প্রকাশ করে। তিনি বলেন, সচেতনতার অভাব থেকেই এ ধরনের অগ্নিকাণ্ড ঘটে থাকে। সবাইকে ব্যক্তি পর্যায়ে সততা, মানবিকতা এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক অনুরোধ জানান, যেন তারা নকল ও ভেজাল পণ্য পরিহার করে সৎপথে ব্যবসা পরিচালনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই আর্থিক সহায়তা তাদের নতুনভাবে পথ চলতে সহায়তা করবে। ভবিষ্যতে স্বল্প সুদে ব্যাংক ঋণ সহ অন্যান্য সহযোগিতা পেতে তিনি প্রশাসনিকভাবে আন্তরিক প্রচেষ্টা চালাবেন বলেও জানান।

উল্লেখ্য, একই দিনে জেলা প্রশাসক জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ জনকে ১০ হাজার টাকা করে মোট এক লাখ টাকার অনুদান প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *