ফতুল্লায় আজমেরীর ক্যাডার ইভন নিহত

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :

ইসদাইরে (সাইফুল ওরফে পাগলা সাইফুল, সফিকুল, বাবু) আপন ৩ ভাই মিলে কুপিয়ে আজমেরী ওসমানের কিশোর গ্যাং লিডার ইভন নামের এক যুবককে হত্যা করেছে।


‎রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পরিকল্পিত ভাবে ৩ ভাই নাহিয়ান আজম ইভন’কে ইসদাইর পৌর ওসমানী মাঠের সামনে একা পেয়ে কুপিয়ে জখম করে। পরে আহত ইভন’কে স্থানীয়’রা উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত হয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গেছে অতিরিক্ত রক্ত ক্ষণনের কারনে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা গেছে ইভন।


‎জানা গেছে, গত কয়েক মাস পূর্বে ইসদাইর বাজারের পাশে পাগলা সাইফুলের মাদক স্পটে ইভন হামলা দিয়ে নগদ টাকা ও মাদক নিয়ে যায়। সে সময় পাগলা সাইফুল ইভনের উপর ক্ষিপ্ত হয়ে সাথে আপন ভাই সফিকুলকে সাথে নিয়ে ইভনের বাড়ি অর্থাৎ ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় গিয়ে ইভনের উপর হামলা চালায়। সে সময় ইভনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ও ইভনের স্বজন দুই ভাইকে আটকে উল্টো হামলা চালায়।

সে ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছিলো সাইফুলের পরিবার। কয়েক মাস পর সে ঘটনা স্থানীয় ভাবে ৩ লক্ষ টাকা নিয়ে মিমাংসাও করেন দু’পক্ষ। পরিবার ও বিভিন্ন সূত্র বলাছে, সে ঘটনাকে কেন্দ্র করেই আজকে পরিকল্পিত ভাবে ইভনকে হত্যার উদ্দেশ্য করে কুপিয়ে জখম করে ৩ ভায়ের বাহিনী। পরে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইভন।

‎ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানায়, ঘটনাটি আমি শুনেছি ঢাকা থেকে খবর এসেছে ইভন মারা গেছে। তবে এই ঘটনা ঘটার কারন এখন পর্যন্ত স্পট নয় তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *