আজমেরীর ক্যাডার ইভন হত্যার মূলহোতা সাইফুল আটক

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :

ফতুল্লার ইসদাইর এলাকার নাহিয়ান জয় ইভন হত্যার মূলহোতা সাইফুল ওরফে পাগলা সাইফুলকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

৮ সেপ্টেম্বর রাতে ফতুল্লার ইসদাইর ও মাসদাইর এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সাদেকের মোটরসাইকেল গ্যারেজ থেকে সাইফুলকে রাত ৯টায় গ্রেফতার করে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে ইসদাইর এলাকায় স্টেডিয়ামের সামনে নাহিয়ান জয় ইভনকে সাইফুলসহ তার দুই ভাই কুপিয়ে যখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইভনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুলা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানায়, ফতুল্লার মাসদাইর থেকে সাইফুলকে যৌথবাহিনী আটক করে আমাকে ফোন দিয়েছে তারা আমার পুলিশ তাকে থানায় নিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *