নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল: শহীদের রক্তের দায় ক্ষমার অযোগ্য — মুহা. সুলতান মাহমুদ

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ বলেছেন, শহীদের রক্ত কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। ইতিহাস কখনোই রক্তের মূল্য ভুলে যায় না। কোনো রাজনৈতিক ফায়দা, কূটকৌশল বা অজুহাত দিয়ে মানুষের রক্ত ও জীবনের মূল্যকে পদদলিত করা হলে ইতিহাস তার নির্মম বিচার করে। যারা রক্তের দায় এড়াতে চায়, তাদের শেষ পর্যন্ত শাস্তি পেতে হয়।

তিনি বলেন, “২৪-এর গণআন্দোলনসহ বিগত সময়ে যারা হত্যা, গুম, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল, তাদের উপযুক্ত বিচার করতে হবে। কোনো স্বৈরাচার যেন ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য রাষ্ট্রকে পুনর্গঠন করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।”

ইফতার মাহফিলে ইসলামী আন্দোলনের আহ্বান

রবিবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জ শহর শাখা দক্ষিণের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর দক্ষিণ শাখার সভাপতি মুহা. শফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। আরও উপস্থিত ছিলেন সদর থানা দ্বীনি সংগঠনের ছদর শেখ হাবিবুল্লাহ, আ. সোবহান তালুকদার, আমিন দেওয়ান, তারেক আহমদ এবং গাজী তারেক হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফিলিস্তিন ইস্যুতে তীব্র নিন্দা

মুহা. সুলতান মাহমুদ আরও বলেন, “এই রমজানে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার মাধ্যমে নিরীহ মুসলমানদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই অন্যায় ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফিলিস্তিনি জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামিক মূল্যবোধ ও ন্যায়বিচারের আলোকে সকল অন্যায়ের প্রতিবাদ অব্যাহত থাকবে, এবং সত্যের জয় নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *