ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
জমিয়তে উলামায়ে পরিষদ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাইনবোর্ড জোন শাখার নবনির্মিত অফিসে অজ্ঞাত সময়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সম্প্রতি জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমীর উপস্থিতিতে যে অফিসটি উদ্বোধন করা হয়েছিল, সেটির বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।
জেলা নেতৃবৃন্দরা জানান, সুনির্দিষ্টভাবে সময় নির্ধারণ না করা গেলেও ধারণা করা হচ্ছে—গতকাল রাতের কোনো একসময় অথবা যখন এলাকায় মানুষের চলাচল কম ছিল, তখনই দুর্বৃত্তরা এ হামলা চালায়।
জমিয়তের নেতারা দাবি করেন, এ হামলায় স্থানীয় বিএনপি নেতা মাজেদুল এবং তার সহকর্মীরা জড়িত। তারা প্রশাসনের কাছে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।