খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ: সপ্তম আসরে ফুটবল মাতবে খানপুরে

ফুটবলের শহর খানপুরে আবারও শুরু হচ্ছে প্রাণের আসর খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ (KFPL)। টানা ৬ বছর ধরে জমজমাট আয়োজনের পর এ বছর লিগটি গড়াচ্ছে সিজন ৭-এ।

আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর টানা তিনদিন ধরে মাঠে গড়াবে খেলা। অংশ নিচ্ছে ৮টি দুর্ধর্ষ দল—যার মধ্যে রয়েছে Football Giants, Great One, King Squad, Thunder Attack, Elite Warriors, Team I.T.Q, StromHevan Fc সহ আরো দল।

প্রতিটি ম্যাচেই দর্শকরা উপভোগ করবেন টানটান উত্তেজনা, নাটকীয় মুহূর্ত আর অবিশ্বাস্য গোলের সমাহার।
প্রতিবারের মতো এবারে পুরো মাঠ ভরে উঠবে হাজারো দর্শকে। তবে এবার লিগের আয়োজকরা জানাচ্ছেন, সিজন ৭-এ থাকছে একের পর এক দারুণ চমক, যা আগে কোনো মৌসুমেই দেখা যায়নি। ফলে সমর্থকদের জন্য এবারের আসর হতে যাচ্ছে সবচেয়ে আলাদা ও স্মরণীয়।

খানপুর ফুটবল প্রিমিয়ার লিগ এখন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি হয়ে উঠেছে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা ও উৎসব। এখান থেকেই উঠে আসছে অনেক তরুণ প্রতিভা, যারা ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের পরিচিতি গড়বে বলে আশা করছেন আয়োজকরা।

অক্টোবরের তিন দিন—খানপুরে ফুটবলের মহোৎসব। সমর্থকরা তাই ইতিমধ্যেই গুনছে সময়, আর অপেক্ষা করছে প্রিয় দলের খেলা উপভোগের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *