
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কদম রসূল কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট ২০২৫:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কদম রসূল কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ছাত্রদলের সভাপতি সীমান্ত ও সাধারণ সম্পাদক মাশরাফির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় একটি মসজিদে।
এ সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা, মাদরাসার ছাত্র এবং আলেমগণ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও রাজনৈতিক সফলতার জন্যও দোয়া করা হয়।
আয়োজকরা বলেন, “দেশনেত্রীর অবদানে বাংলাদেশের গণতন্ত্র শক্ত ভিত্তি পেয়েছে। আমরা তার সুস্থতা এবং জাতীয় রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ কামনা করি।”