কদম রসূল সেতুর নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন

কদম রসূল সেতুর পশ্চিম অংশের সংযোগ মুখ পরিবর্তন ও যথাযথ সমীক্ষার দাবিতে আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীসহ ১৩টি সংগঠন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কালিরবাজার ও ফলপট্টি সংলগ্ন নারায়ণগঞ্জ কলেজ ও হাইস্কুল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কালিরবাজার, দিগুবাবু বাজার ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরু ও ব্যস্ত সড়কে সেতুর সংযোগ দেওয়া হলে অ্যাম্বুলেন্সসহ যান চলাচল কার্যত অচল হয়ে পড়বে। ইতোমধ্যেই স্কুল ছুটির সময় এ এলাকায় হেঁটে চলাচল করাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

তারা জানান, দীর্ঘদিন ধরে কদম রসূল সেতুর নকশা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও কর্তৃপক্ষ সমাধানে এগোয়নি। সড়কটিতে আগে থেকেই কলেজ, স্কুল, বাজার, মসজিদ-মন্দিরসহ বহু প্রতিষ্ঠান থাকায় জনদুর্ভোগ আরও বাড়বে।

বক্তারা অভিযোগ করে বলেন, সিরাজউদ্দৌলা সড়ক দিয়ে সেতুর ল্যান্ডিং নামানো হলে ফলপট্টি এলাকায় অবস্থিত রেলক্রসিংয়ের কারণে দুর্ঘটনা ও যানজট আরও বৃদ্ধি পাবে। ২০২১ সালের ২১ ডিসেম্বর এ রেলক্রসিংয়ে আনন্দ বাস দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছিলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী হাজী মো. নাজির খান এবং সঞ্চালনা করেন সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো. রবিন হোসেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ বি সিদ্দিক, নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *