
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে স্বামী রব মিয়ার (৪৫) হাতে স্ত্রী সুলেখা (৪০) খুন হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত সুলেখা পাশের নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে ও চার কন্যা সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দেখতে পান সুলেখার গলাকাটা মরদেহ ঘরের বিছানায় পড়ে আছে। পাশে বসে ছিল স্বামী রব মিয়া। তার হাতে ছিল রক্তমাখা ছুরি ও সামনে খোলা ছিল পবিত্র কোরআন শরীফ।
এলাকাবাসীর দাবি, রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে এবং ঘাতক রব মিয়াকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”