সদর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শফিউল বারী বাবুর স্মরণে মিলাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর সদর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদ নেতার রুহের মাগফিরাত কামনা করেন।

সভায় বক্তারা বলেন, শফিউল বারী বাবু ছিলেন দলের একজন সৎ, সাহসী ও ত্যাগী নেতা। তার আদর্শ ও রাজনৈতিক জীবন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সদর থানা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস সহ সদর থানা সেচ্ছাসেবকদলের নেতাকর্মীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *