
নারায়ণগঞ্জে সরকারি জমিতে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা আজীজুল ইসলাম রাজীব।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ স্মারকলিপি প্রদান করেন।
নগরের সরকারি তোলারাম কলেজ রোড মোড় থেকে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমিতে নির্মিত দোকানগুলোতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলছে। এলাকাবাসী জানিয়েছে, চার-পাঁচ জন চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের দোসর নিয়মিতভাবে চাঁদা তুলছে, যাদের কাছে কোনো বৈধ টেন্ডার বা লিজ নেই।
চাঁদাবাজির পাশাপাশি, উক্ত দোসররা জামতলা ও আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এলাকাবাসী দাবি করছে, চাঁদাবাজদের কর্মকাণ্ড বন্ধ করলে এসব অপরাধের মাত্রাও কমে আসবে।
এ প্রসঙ্গে, এলাকাবাসী জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছে যে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তারা অনুরোধ করেছেন, সরকারিভাবে এসব দোকানের বৈধ টেন্ডার বা লিজ এলাকার দায়িত্বশীল কাউকে প্রদান করা হোক।
এলাকাবাসী জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তারা বিক্ষুব্ধ হয়ে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামবেন।
এসময় ছাত্রদল নেতা আজীজুল ইসলাম রাজীব প্রশাসনের প্রতি দ্রুত চাঁদাবাজি বন্ধের দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি অবিলম্বে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হয়, তবে এলাকাবাসী ও ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।”
স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা।