রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াব প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের দাবিতে গতকাল ৯ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। শ্রমিকদের অভিযোগ, ৫ মাস যাবত কোন বেতন পাচ্ছে না তারা। যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা জানান, বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না, ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে।
শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। অবরোধের একপর্যায়ে এলাকার তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ডের যুবদল সাধারণ সম্পাদক মকবুল ভূঁইয়া শ্রমিকদের পক্ষে মালিক কালাম এর সাথে আলোচনা করেন। মালিক তাদের আশ্বাস দেন যে আগামী ১১ তারিখের মধ্যে তিন মাসের বেতন দেওয়া হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন।
স্টিল মিলের শ্রমিকদের মধ্যে রনি, শাহাদাত, হাসান, জুলহাস, ফারুক, অলিয়ার, সেলিম ইসলাম, মন্টু ও জামিরসহ অন্যান্যরা অংশ নেন । পরে বেতনের আশ্বাস পেয়ে আন্দোলনরত শ্রমিকরা নিজ নিজ কাজে যোগ দেন। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।