রূপগঞ্জে গৃহবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা, স্বামী-শাশুড়ি আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ রাস্তার পাশে ফেলে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন তার স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা। রোববার (২০ এপ্রিল) দুপুরে তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী দু’জনকে আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করে।

রূপগঞ্জ থানার পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, নিহত লামিয়ার স্বামী শাওন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ হতো। শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে শাওনের জুয়া খেলার প্রতিবাদ করলে লামিয়ার সঙ্গে তার তীব্র কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লামিয়া

রাতেই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ঘটনার পর দিন দুপুরে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় লোকজন দেখে শাওন ও তার মা মরদেহটি ফেলে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে, ঘটনার পর থেকেই লামিয়ার শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন।

নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয় বরং মারধরের পর পরিকল্পিত হত্যাকাণ্ড। লামিয়ার বাবা আমির হোসেন এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *