৫ শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলেন এস. আলম ইসরাৎ

৫ শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলেন এস. আলম ইসরাৎ

বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে স্কুলের সভাপতি ও যুবদল নেতা এস. আলম ইসরাৎ পাঁচ জন শিক্ষার্থীর পড়াশোনার ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার ১২ আগস্ট, আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম খোরশেদ মিঞাকে মরণোত্তর সম্মাননা, তার পরিবারকে আর্থিক অনুদান, অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিভাবকদের মতামত গ্রহণের সময় পাঁচ জন শিক্ষার্থীর পরিবার আর্থিক অস্বচ্ছলতার কথা জানালে এস. আলম ইসরাৎ সঙ্গে সঙ্গেই তাদের মাসিক বেতন নিজ খরচে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “অর্থের অভাবে কারো পড়াশোনা থেমে যাবে না। আমি শুধু ভালো ফলাফল প্রত্যাশা করছি।”

এ ছাড়া তিনি শিক্ষার্থীদের জন্য বিনা সুদের ‘স্টুডেন্ট লোন’ চালুর পরিকল্পনার কথা জানান, যা এলাকার শিক্ষার হার বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। সভাপতির দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসের কার্যক্রমও তিনি তুলে ধরেন এবং মরহুম পরিবারের সদস্যদের জন্য দোয়া চান।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্তদের পবিত্র কুরআন শরীফ, মেডেল, ক্রেস্ট ও গাছের চারা প্রদান করা হয়। হাজী আফসার উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকেও কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়া হয়। দোয়ার মাধ্যমে আয়োজন শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *