সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ওয়াহিদ গ্রেপ্তার
ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :
বৈষম্যবিরোধী মামলায় নারায়ণগঞ্জ জেলা আদালতের সামনে থেকে সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা ওয়াহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ৭ সেপ্টেম্বর অনুমানিক ২ঘটিকায় জেলা আদালতের সামনে থেকে সাদা পোশাকে ওয়াহিদকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। ওয়াহিদ ইসলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ- সভাপতি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানায়, নারায়ণগঞ্জ সদর থানার বৈষম্যবিরোধী একটি মামলায় তাকে আটক করে আমার থানায় নিয়ে আসা হয়েছে। সদর থানা থেকে মামলাটি সিদ্ধিরগঞ্জে ট্রান্সফার করে নিয়ে আসা হবে।