চাঁদাবাজিসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সিদ্ধিরগঞ্জ বিএনপির দুই নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদন সাপেক্ষে গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *