
নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এস.এম. আসামকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৩ আগস্ট) এস.এম. আসামকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়েরের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনাকে “অন্যায়, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, এস.এম. আসাম একজন জনপ্রিয় শ্রমিক নেতা। তাকে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় জড়ানো শ্রমিক আন্দোলনকে দুর্বল করার চেষ্টা।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি অভিযোগ করেন, এস.এম. আসাম দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থ রক্ষায় সোচ্চার এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আসছেন। তাকে আটক করে সরকারের শ্রমিক বিরোধী মনোভাবই স্পষ্ট হয়েছে। রেজাউল করিম রেজা অবিলম্বে এস.এম. আসামের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বলেন, অন্যথায় ট্যাংকলরি শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
প্রসঙ্গত, এস.এম. আসামের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলাকে ফেডারেশন সম্পূর্ণভাবে “গায়েবি ও ভিত্তিহীন” বলে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, এটি শ্রমিকদের ন্যায্য অধিকার আন্দোলন দমিয়ে দেওয়ার কৌশল মাত্র।