
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মোল্লা স্বপনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩০ আগস্ট) রাতে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
ইউসুফ মোল্লা স্বপন নিমাইকাশারী বাগমারা এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে মাদকের কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, স্বপন আগে স্বৈরাচার সরকারের সময়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদলের ঘনিষ্ঠ ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, স্বপনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ চারটি মামলা আছে। তিনি বলেন, “সে কোন দলের রাজনীতি করে তা মুখ্য নয়। তাকে আদালতে পাঠানো হবে।”