সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে শিশু কল্যাণ কেন্দ্র ও ফুল পাখির আসর শিশু সংগঠন। রবিবার (২৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া বাগে জান্নাত মসজিদ গলিতে অবস্থিত শিশু কল্যাণ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, “সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শিক্ষার আলো সবার ঘরে পৌঁছে দিতে হলে এই ধরনের সামাজিক উদ্যোগ আরও বেশি প্রয়োজন।”

ঈদ উপহার পেয়ে শিশুরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে আয়োজনের আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *