
নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুরের হোসাইনীনগর এলাকায় গ্যাস চুরি ও অবৈধ সংযোগের অভিযোগে ২৩টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক রাজস্ব শাখার ব্যবস্থাপক নুরুল আফছার।
অভিযানে তিতাসের ৫টি বিশেষ টিম অংশ নেয়, যেখানে ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান-সহ অন্যান্য কর্মকর্তা।
তিতাস জানায়,
- ৩টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বকেয়া গ্যাস বিলের কারণে
- ১০টি বাড়ি অতিরিক্ত গ্যাস ব্যবহারের জন্য
- এবং ১০টি বাড়ি অবৈধ সংযোগের দায়ে
অভিযানের সময় স্থানীয়দের অভিযোগে উঠে আসে, মনির হোসেন নামের এক ব্যক্তি নিজেকে গ্যাস অফিসের সাথে সংশ্লিষ্ট দাবি করে এক লাখ টাকা পর্যন্ত নিয়ে অবৈধ সংযোগ দিয়েছেন। শুধু তাই নয়, মাসিক ভিত্তিতে চুলা প্রতি ১৫০০ টাকা করে বিলের নামে অর্থ আদায় করে আসছিলেন তিনি। মনিরের লোকজন নিজেদের তিতাস কর্মকর্তা বলেও পরিচয় দিত বলে অভিযোগ।
প্রকৌশলী মশিউর রহমান বলেন,
“স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”