
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো নারায়ণগঞ্জ মহানগরীতেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছেন। এ সকল প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
তবে অত্যন্ত উদ্বেগজনকভাবে যুবদল লক্ষ্য করেছে, কিছু অনুপ্রবেশকারী ও অসাধু গোষ্ঠী সাধারণ মানুষের এই শান্তিপূর্ণ প্রতিবাদকে বিতর্কিত ও দিকভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। কিছু স্থানে তারা উস্কানিমূলক কর্মকাণ্ড ও লুটপাটের মতো ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে, যা প্রতিবাদের প্রকৃত চেতনার পরিপন্থী।
এই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব জনাব সাহেদ আহমেদসংগঠনের আওতাধীন সকল নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেছেন, যেন কোনো উস্কানিদাতা বা দুষ্কৃতকারী গোষ্ঠীকে প্রতিহত করা হয় এবং শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ হতে না দেওয়া হয়।
নেতৃবৃন্দদের উদ্দেশে আরও বলা হয়েছে,
“যদি যুবদলের কোনো নেতৃবৃন্দ বিতর্কিত বা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, কিংবা এসব কার্যক্রমে সহযোগিতা করে, তাহলে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।”
এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের প্রতি।দপ্তরে সংযুক্ত আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শাহীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বার্তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।