
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের মহানগর মুখপাত্র মো. জহিরুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মো. মাহফুজ খান, যুগ্ম-সদস্য সচিব মুফতি তোফাজ্জল হোসেন, জেলা কমিটির সংগঠক মাসুম বিল্লাহ ফারাবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান বক্তা মাহফুজ খান বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যাকে দেশের সাধারণ মানুষ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দলীয় প্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আর এখন সেই সংগঠনকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। গত ১৭ বছরে এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়ন চালানো হয়েছে। আমরা এই সন্ত্রাসী সংগঠনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং নিষিদ্ধ ঘোষণা করছি। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তাকে সাবধান হতে হবে।”
মাসুম বিল্লাহ ফারাবী বলেন, “আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক মঞ্চে আনার চেষ্টা করা হলে ছাত্রসমাজ কখনো তা মেনে নেবে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। যারা তাদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে, তাদের জন্য এর পরিণতি ভালো হবে না।”
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক জাহিদুল ইসলাম বাঁধন, সংগঠক সিফাত দেওয়ান, মহানগরের মূখ্য সংগঠক নূরে আরাফাত আদর প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন এবং দলটির রাজনীতি বন্ধের আহ্বান জানান।