আগামী প্রজন্মের জন্য ভয়ানক ভবিষ্যৎ সামনে আসছে : ওসি সদর

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য ভয়ানক ভবিষ্যৎ সামনে আসছে। আমরা ক্রমাগত মাঠ হারিয়ে ফেলছি পুকুর হারিয়ে ফেলছি কৃষিজমি হারিয়ে ফেলছি গাছপালা হারিয়ে ফেলছি। আমাদের অক্সিজেনের উৎস কমে আসছে। আগামী প্রজন্মকে সুস্থ রাখতে মাঠ অত্যন্ত প্রয়োজন। মাঠ হারিয়ে শিশু কিশোর তরুনরা ঘরবন্দী হয়ে মোবাইলে মাদকে আসক্ত হচ্ছে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিশোররা খেলাধুলা করতে না পেরে গ্রুপিং দলাদলি করে কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে। এজন্য প্রতিটি এলাকায় খেলার মাঠ প্রয়োজন। আমরা সকল সময়ই মাদকের বিরুদ্ধে অভিযান করে যাচ্ছি। তবে মাদকের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হলে মাদক প্রতিরোধ সম্ভব।
শুক্রবার সন্ধ্যায় চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের আয়োজনে শিশুকল্যাণ স্কুল মাঠে শিশু কল্যাণ ডিগবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি মোহাম্মদ নাছির আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর( ৪ বার নির্বাচিত) শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি
ভাবানী শংকর রায়, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ন মহাসচিব জাহিদ আহমেদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, সহসভাপতি শামছুল হক বাচ্চু, বাগে জান্নাত মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি আব্দুর রহিম, বাগে জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমানসহ আরো অনেকে।
সভাপতিত্ব করেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ রিপন। সঞ্চালনায় ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সদস্য হাসানুর রহমান, ইকবাল হোসেন, আওলাদ হোসেন, আনিসুর রহমান, মোঃ রুবেল, হাফেজ মোক্তার হোসেন, আবুল কালাম, হারুনুর রশিদ নিক্সন, শফিকুল ইসলাম সোহাগ, ফাহিম আহাম্মদসহ আরো অনেকে।
টুর্নামেন্ট সাবিক পরিচালনায়ঃ আহবায়ক -মোঃনিজেল,সদস্য সচিব-সবুজ রবি দাস
সদস্য- রিপন’,আঃরশিদ,পলক।
বিকেলে ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ব্রাদার্স কিংসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তল্লা ওয়ারিয়র্স। টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশ নেয়। এছাড়াও বাগে জান্নাত মাদরাসা ও শিশুকল্যাণ স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *