নারায়ণগঞ্জে অবৈধ চুনা তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার ২টি অবৈধ চুনা তৈরির কারখানা সহ তিনটি চুনা কারখানা ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের ২ টি চুনা ফ্যাক্টরি ও প্রতাপের চর এলাকার ১ টি কারখানায় অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন।
সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন বলেন, “অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে এসব অবৈধ কারখানার মালিক। কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে৷ চুন কারখানা গুলোর মালিকগণকে স্পটে না পাওয়ার কারণে কোন জেল, জরিমানা করা সম্ভব হয়নি। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা সহ অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত তিতাসের গজারিয়া জোনের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিৎ কুমার সাহা বলেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ও পেট্রোবাংলার বিশেষ ভিজিলেন্স টিমের উপস্থিতে উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। আষাঢ়িয়ার চর মহাসড়কের পাশে ২ টি ও প্রতাবনগর এলাকায় ১টি সহ ৩টি অবৈধ আবাসিক এলাকার গ্যাস চুন কারখানায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, এছাড়াও পেট্রোবাংলার বিশেষ ভিজিলেন্স টিম গজারিয়ায় উপজেলায় ইতিপূর্বে উচ্ছেদকৃত ৭টি চুন কারখানা পরিদর্শন করেছে, যা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *