
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের হাতে গলা কেটে খুন হয়েছেন ইজিবাইক চালক ইসহাক মিঝি (৪৫)। এ সময় স্থানীয়রা সন্দেহভাজন একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
রোববার (২৩ মার্চ) ভোররাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেললাইনের পাশের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ও আটক ব্যক্তির পরিচয়
নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের বাসিন্দা এবং জীবিকার জন্য নারায়ণগঞ্জে ইজিবাইক চালাতেন। তিনি পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় ভাড়া থাকতেন।
ঘটনার পর স্থানীয়রা পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের বাসিন্দা সোহরাব হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কী ঘটেছিল সেদিন রাতে?
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ৩টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেললেও বাকিরা পার্শ্ববর্তী ডোবায় লাফিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তখন ডোবার চারপাশ ঘিরে রেখে পুলিশকে খবর দেয়।
পুলিশের বক্তব্য
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, নিহতের ভাগিনা শরিফ মরদেহ শনাক্ত করেছেন। ইসহাকের পকেট থেকে নগদ ৮,৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত ইজিবাইকটিও শনাক্ত করেছেন মালিক শফিক।
তিনি আরও জানান, এলাকাবাসী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে এবং হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।