নারায়ণগঞ্জের বন্দরে মডেল গ্রুপের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেলে বন্দর উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি স্থানে মোট ১,০৫০ জনের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা দক্ষিণপাড়া ছোট জামে মসজিদ প্রাঙ্গণ, মদনগঞ্জ বাসস্ট্যান্ড, বন্দর চুনাভূরা হোসাইনিয়া এবতেদায়ী মাদরাসা, বন্দর চৌধুরী বাড়ি, নবীগঞ্জ তিনগাঁওসহ বিভিন্ন স্থানে শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে এই মাংস বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের ডিজিএম (এডমিন, এইচআর, কমপ্লায়েন্স) অরুপ কুমার সাহা, জিএম (ডেভেলপমেন্ট) মো. মনির হোসেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বন্দর থানা জাসাস সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির ও বিএনপি নেতা দ্বীন ইসলামসহ আরও অনেকে।
মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মো. মনির হোসেন বলেন, “আমাদের কর্ণধার মাসুদুজ্জামানের পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিতদের সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্ব, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মডেল গ্রুপের এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজের হতদরিদ্র মানুষের জন্য খুবই সহায়ক। আমরা চাই, ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকুক।”