সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ট্রিবিউন ডেস্ক রিপোর্ট :

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মামুন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়অ যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম। এরআগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মামুন জালকুড়ি মাঝপাড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।

এ বিষয়ে এসআই ওয়াসিম আকরাম জানান, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, জালকুড়ি ইয়াং ক্লাব সোসাইটি মসজিদ সংলগ্ন আল আমীন এর বাড়ির সামনে সড়কে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

ওসি শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *