ডি.আই.টি গুলশান হলের রাস্তা ও নয়ামাটির রাস্তা থেকে অস্থায়ী দোকানসহ বিভিন্ন অবৈধ পাঞ্জাবির দোকান সরানোর দাবিতে ডি.আই.টি হকার্স বহুমুখী সমবায় সমিতির মানববন্ধন। গতকাল (৫ মার্চ) সন্ধ্যায় গুলশান হলের সামনে হকার্স বহুমুখী সমবায় সমিতি এই মানববন্ধন করেন। এ সময় সমিতির সদস্যরা মিডিয়ার মাধ্যমে জেলা প্রশাসককে আকুল আবেদন করেন যে, সিটি কর্পোরেশনের মাধ্যমে গুলশান হলের ফাকা রাস্তার উপর যে অবৈধ পাঞ্জাবীর দোকান বসানো হয়েছে তা সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা করতে।
এ সময় ডি.আই.টি হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিলো যে, সিটি কর্পোরেশনের অধিনস্থ ডিআইটি খাঁন মার্কেট হইতে চেম্বার রোডের অগ্রণী ব্যাংক পর্যন্ত থাকা হকারদের তৎকালীন সিটি মেয়র মহোদয়ের উদ্যোগে এম.পি মহোদয়, ডিসি মহোদয়, এস.পি মহোদয়, টি.এন.ও মহোদয়, ১০/১২ কাউন্সিলরসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে ২০০৮ সালে আমাদের ২৩৫ জন হকারকে অস্থায়ী ভাবে বঙ্গবন্ধু সড়ক হইতে ডিআইটি’র পিছনে গুলশান হলের চিপা রাস্তা, নয়ামাটি করিম মার্কেটের চিপা রাস্তা অস্থায়ী ভাবে পুর্নবাসন করা হয়। এমতাবস্থায় ৫ই আগস্ট ২০২৪ এর পর কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক এবং প্রভাবশালী সন্ত্রাসীদের নাম ভাঙ্গিয়ে পুরাতন হকারদের দোকান দখল করিয়া এবং বিভিন্ন ভাবে বিশাল অংকের চাঁদা দাবী করিয়া আসিতেছে। তাদের কাংখিত চাঁদা প্রদান করার জন্য হকারদের হুমকি প্রদর্শন করিতেছে। তাই আপনার নিকট আবেদন এই রাস্তার উপর পাঞ্জাবীর দোকান সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ।