আড়াইহাজারে ইকো পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে নির্মিত হতে যাচ্ছে ইকো পার্ক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, “প্রায় সাত দশক ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ একর জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। সেই জমিতেই গড়ে তোলা হচ্ছে পরিবেশবান্ধব ইকো পার্ক। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণেই নয়, বরং সাধারণ মানুষের বিনোদন ও পর্যটনের জন্যও একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, কাজ সম্পন্ন হলে এ পার্ক স্থানীয় পর্যটনের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্যও হবে অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

পরে জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের হাতে পূজা উপলক্ষে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *